নারায়ণগঞ্জ
মিরাক্কেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাশেদ

রেজা শাহীন
দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মিরাক্কেল’র ১০ম আসরে অংশ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ডিপার্টমেন্টের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ। টুকটাক রম্য লেখালেখির সুবাধে মীরাক্কেলে অডিশন দেওয়া।
গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ ঢাকায় মীরাক্কেল টিম এর অডিশনের মাধ্যমে বাছাই করা হয় বাংলাদেশী প্রতিযোগিদের। মিরাক্কেল শো’র পরিচালক শুভঙ্কর দার সামনে অডিশনে দিয়ে
অনেক প্রতিযোগিদের মধ্যে মীরাক্কেল এর মূল পর্বে জায়গা করে নেয়রাশেদ।
আফনান আহমেদ রাশেদ এর জন্ম নারায়ণগঞ্জে এর ফতুল্লায়।ফতুল্লা পাইলট হাই স্কুল থেকে এসএসসি এবং তোলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন
এবার প্রতিযোগিতায় বিচারক হিসেবে অভিনেত্রী পাউলি দাম। অভিনেতা ও নায়ক সোহম চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।