কবিতা
মোঃ সুজন খান এর কবিতা || তেউতা জমিদার বাড়ি

তেউতা জমিদার বাড়ি
খবর নেই কোন জমিদারি
আগে বাগে খাইছে জলুম জরদারি,
তাই তো এখন জনগন করছে
জমিদার তারিয়ে খবর দারি।
তারি নাম তেউতা জমিদার বাড়ি
এখন নেই কারো বাড়াবাড়ি
জমিদার বাড়িটি পড়ে আছে
মানুষ জন জমিদার বাড়িটি দেখেতে আসে য়াই
যমুনা নদীর পাশের রাস্তা দিয়ে হায়।
জমিদার বাড়ি নেইতো আগের মত সুন্ধর আর
ইট খুয়া খসে পড়তেছি
খবর নাই সরকার
জমিদার বাড়ি গুলো
ইতিহাস বাচানো এখন দরকার।