কবিতা
মোহাম্মদ ইকবাল এর কবিতা || স্বীকারোক্তি

আমি একজন ধ্রুপদী পৌরাণিক কৃষক
কবিতার নাজুক শরীরে গুঁজে দেই উৎকৃষ্ট শব্দের বীজ
ফলনপ্রত্যাশী চাষীদের মত নির্ঘুম প্রতীক্ষা
ফলবে কি শব্দের কাঙ্ক্ষিত ফসল?
যতবারই শব্দের ক্যালিওগ্রাফিতে নির্মাণ করতে চেয়েছি কবিতার ভাস্কর্য
ভাবনারা হয়েছে দিগম্বরী
উদাম নৃত্যের কোরিওগ্রাফি রঙ ছড়িয়েছে ক্যানভাসময়
রঙের ফোঁটায় সিক্ত ক্যানভাস থেকে ঝরে পড়েছে ভালোবাসার বুদবুদ
কবিতা লিখতে হোঁচট খেয়েছি বারংবার
শব্দের ফুল কিংবা তার ভাস্কর্য নির্মাণে ব্যার্থ ছিলাম
পরন্তু বারংবার ক্যানভাসে আবিভূর্ত হয়ছে অনিন্দ্য সুন্দর একটি মুখচ্ছবি
রাশি রাশি গোলাপ,
ভালোবাসার লাল গোলাপ।
আমার কখনওই কবি হয়ে ওঠা হয়নি
আমি নিতান্তই একজন প্রেমিক,
এবং খুব সাদামাটা একজন প্রেমিক……..