ছড়া
রুদ্র মুহম্মদ জাহিদুল এর ছড়া || দখিনা খেলাঘর

আজ বসন্ত জাগ্রত দ্বারে
বরন্তী মহা উৎসব
দখিনা খেলাঘর আসরে
আনন্দ অনুভব ।।
মেতেছে সবে ঝাউ তলাতে
হলদে রাঙা সাজে
লাল নীল সাদা বহুরূপে
বসন্ত উড়ছে মাঝে ।।
কোকিল ডাকে গাছের ডালে
মিষ্টি করুন সুরে
শিমুল পলাশ ফুটছে বনে
পাহাড়ে ঐ.. দূরে ।।
শীতল হাওয়া যায় হারিয়ে
শিশির বিন্দু কণা
বসন্তে মোর মন ঘুড়িয়ে
উথাল পাথাল দোলা ।।
নতুন সাজে সেজেছে ধরণী
কী অপরূপ সাজ
বসন্তের এ বরন্তী বেলায়
মাতাল হয়েছি আজ ।।
ধন্য হলাম জন্মে এথায়
ষড়ঋতুর এ দেশে
বারবার ফিরে এসো
বহুরুপী বেশে ।।