রেজওয়ানা শিরিন এর কবিতা || স্বর্গের উঠোন

আমি সাগরের কাছে শুধালাম
তোমার জল নোনা কেন?
সাগর আমায় বলল
নদীর কান্না বুকে ধরে রেখেছি
আমি বললাম আমার কান্নাটুকু নাও
সে বলল পারবনা
তোমার কান্না নিতে গেলে
পুরো পৃথিবী প্লাবিত হবে
আমি পাহাড়ের কাছে শুধালাম
এত কঠিন কেন তুমি?
পাহাড় বলল পৃথিবীর কষ্ট সয়ে
আমি বললাম
আমার কষ্টটুকু নাও না
সে বলল পারব না
তোমার কষ্টের ভারে
আমি গুঁড়িয়ে যাব
আমি আকাশের দিকে চাইলাম
দেখি কি সুন্দর নীল, নির্মল, উজ্জ্বল
আমি শুধালাম
তুমি এত নির্মল কেন?
সে বলল আমি স্বর্গের উঠোন
আমি বললাম আমাকে একটু ঠাঁই দাও
সে বলল পৃথিবীর কলুষতা ধুয়ে এসো
আমি ঝর্ণার কাছে গেলাম
যেমনি তাকে স্পর্শ করলাম
সে বলল এখানে নয়
আমি শুধালাম তবে কোথায়
সে বলল হৃদয়ের কাছে যাও
একমাত্র পবিত্র ভালোবাসাই পারে
পৃথিবীর সব কলুষতা ধুঁয়ে দিতে
তারপর আমি তোমার কাছে এলাম
ভাবলাম পেয়েছি আমার ভালোবাসা
কিন্তু হায়, তখনও বুঝিনি
তোমার বুকের বাঁ পাশে
যা স্পন্দিত হচ্ছে তা শুধুই হৃদপিণ্ড
যা তোমার প্রাণের অস্তিত্ব জানান দেয়
ভালোবাসার আধার যে হৃদয়
তা তো সেখানে নেই!
আমি তবু আশায় আছি
হৃদয় হয়তো ঠিকই আছে
তবে কোন এক জাদুতে ঘুমিয়ে আছে
আমি খুঁজে ফিরি সেই জাদুর কাঠি
যা দিয়ে তোমার সুপ্ত হৃদয়ের ঘুম ভাঙবে
আমার যে তোমাকে জাগাতেই হবে
একটু ভালোবাসার জন্য
স্বর্গের ঐ নীল উঠোনটা
আমাকে বড্ড টানে!