লকিতুল্লাহ মাহমুদ চিশতী’র কবিতা || বিয়ের নিমন্ত্রণ

বিয়ের নিমন্ত্রণ হাতে দিয়ে বল্লেন-
আপনার ঘরশুদ্ধা দাওয়াত,সবাই যাবেন।
ছেলের বৌ আনবো,মেয়ে তুলে দেবো
ধুমধাম আয়োজন হবে,একই তারিখে।
থাল পেতে টাকা নিবে
কে কত দিবে,লেখা হবে কাগজের পাতায়।
কথায় কথায় কইলো, বুঝলেন ভাই
অনেক খরচ হয়েছে তাই।
খেতে হবে টাকা দিয়ে কিনে
একবেলা ঐ নিমন্ত্রিত বাড়ির হোটেলে,
এরা ধোঁকাবাজ
এরা চিকন বুদ্ধির ডাকাত
ঠকবাজ বললেও ভুল হবেনা
এরা ছিনতাইকারীও বটে,
মানুষ ঠকায়।এরা বানচাল ধান্দাবাজ
খরচ তুলে নেবার কৌশল করে এভাবে।
নাজায়েজকে জায়েজ বানায়
পরের টাকায় পর খাওয়ায়
এরা স্বার্থ হাসিল করে
তারপরে হয় নিষ্ঠুর,
এখানে যাওয়া ঠিক হবে না
খোদায় হবে না খুশি,
এরা গরিবের গায়ে লাথি মারে
তাড়িয়ে দেয়
এরা মানুষের মনে কষ্ট দিয়ে
প্রাণ জুড়ায়।
খাবারের প্রতিক্ষায় বসে থাকা
ভুখাদের দল
ক্লান্ত দেহে বাড়ি ফিরে যায়
হাটা শুরু করে
অথচ রাত গভীর
তারা ক্ষুধার্ত যেতে হবে বহুদূর…….।