ছড়া
লুৎফুল আহসান বাবু’র ছড়া || সবঠিক

জাদু ঘরে যাদু নেই
গোডাউন শূণ্য,
ব্যাংকে টাকা নেই
সিন্ধুক পূর্ণ।
নদীতে পানি নেই
আছে শুধু বর্জ্য,
টাকা আছে সুদে
নেই কোন কর্য্য।
প্রতিদিন বারে দাম
নিত্য পণ্যের,
বেচা কিনি চলছে
নানা বর্ণের।
পাবলিক পাবলিক
চোখ কান সব ঠিক,
মুখে কারো কথা নেই
আছে তাই সব ঠিক।।