রাঙা প্রজাপতির ডানা
শুধু তোমার জন্য
তোমায় চিনেছিলাম
সেই বহু বছর আগে,
পেয়েছি তোমায় দুঃখের দিনে।
দুঃখের পরে সুখ আছে তাই,
তোমায় পেয়ে মন নাচে কলোতানে।
এখন কেন তুমি এত অচেনা,
তুমি তো ছিলে আমার অনেক চেনা।
তবে কি গেলে হারিয়ে
সেই চেনা জানার মিলনের স্থলে।
ভাল যে লাগে না আর তোমায় ছাড়া,
ভাল কি বাসনা আমায়?
করে দিচ্ছ কি তুমি
তোমায় আমায় ছাড়া।
এসো না ফিরে যাই আবার,
সেই অজানায়।
যেখানে তুমি ছাড়া কেহ নেই,
ফিরে এস আবার আমার বুকে।
যেভাবে তোমায় চিনতাম যেন,
তোমায় চিনি দুঃখে।