রাঙা প্রজাপতির ডানা
সত্যের হবে জয়
সত্যটাকে প্রকাশ করতে গিয়ে
হচ্ছি আমরা শংকিত।
বলে সবাই, তোরা কারা
জান যাক তোদের তাই সংশয় ।
পেছনে মৃত্যুর ভয়
সত্যটাকে চাপা দিতে,
বাড়ি ঘরে হামলা
ধরে নিয়ে ঠুকে দেয় মিথ্যা কটা মামলা।
কোন দেশেতে বাস করি
সত্য বলতে নাহি পারি,
সত্য প্রকাশ করতে মানা,
চোখে মেলেও দেখতে মানা।
সত্যের কলম মিথ্যের কাছে নত
সত্যটাকে পেছনে ফেলে
মিথ্যেকে প্রশ্রয়, পেছনে মৃত্যুর ভয়
স্বার্থ লোভে মুখ দিচ্ছি বন্ধ করে,
হুমকি সদা অবিরত
খোদা যদি নেয় কি আছে করার।
কেন আমরা করব মাথা নত।
সত্যের জন্য হোক না মরণ
হবে সত্যের জয় বলে গুরুজন
কাপুরুষ হয়ে বাঁচার চেয়ে সত্যের কলম ধর
সত্যটাকে প্রকাশ কর, খুলে ফেল মিথ্যের মুখোশ
হবে সত্যের জয় রহিবেনা কোন সংশয়।