কবিতা
সমীরণ দাশ এর কবিতা || প্রেম কি

প্রেম নয় কোন দেহের
প্রেম নয় কোন সৌন্দর্যের আকর্ষনে সৃজন
রাজপুত্রের সঙ্গেও হয় কৃষ্ণ কলির প্রেম
অপ্সরার সঙ্গেও হয় কালো মানিকের প্রেম।
প্রকৃতির সঙ্গে পশুপাখির সঙ্গেও প্রেম হয়।
প্রেম সম্পুর্ণ মনের ব্যাপার,
প্রেম দুটি হৃদয় এক আত্মায় মিশে যাওয়া
সেখানে নেই কোন ছলচাতুরী অহমিকা
প্রেম সত্য ও চিরঞ্জীবী।
প্রকৃত প্রেম যৌনতা শূন্য, তাতে নেই কোন মোহ
প্রেম মানুষের জীবন পরিবর্তন করে তুলে
প্রেম মিলনের চেয়ে , বিরহেই অনেক সুখ মিলে
প্রেম হলো মনের আত্মতৃপ্তির একটা পথ|