কবিতা
সাব্বির হোসেন বাপ্পি’র কবিতা || মতিয়ারা মুক্তা (মাটির মা)

জীবন থেকে সব হারিয়ে
চলেছি যখন পথ একা,
হঠাৎ করে দু নয়নে
পেলাম মাটির মায়ের দেখা।
পরিচিত হয়ে দেখি
মায়ের নাম মুক্তা,
যাহার জীবনে মিশে আছে
হাজারও সন্তানের আত্মা।
বিয়ের পিড়িতে না বসে
হয়েছে সবার মাটির মা,
এমন সৌভাগ্য কপাল
হয়েছে বা ‘ক’ জনা।
জীবন যৌবনের চাহিদা ছেড়ে
ছুটে চলে রোজ,
অসহায় সব সন্তানদের জন্য
প্রতিনিয়ত দেয় সমাজে ডুব।
সব সমাধান শেষ করে
বাড়িতে যখন আসে,
রুহুলের প্রেমের মাঝে
জীবন তাহার ভাসে।
হাজার হাজার সালাম জানাই
ও গো মাটির মা,
মনের ভুলে আমায় তুমি
ভুলে যেও না।
বাংলার বুকে সকল সন্তানের
ফোঁটাও মুখের হাসি,
বিশ্বাস করো মা গো আমায়
তোমায় অনেক অনেক ভালোবাসি।