কবিতা
সিত্তুল মুনা সিদ্দিকা’র কবিতা || ব্যবধান

ধনী করে ধনের হিসেব
কথাই যে তার সম্বল,
ঐ দালানে বেঘোরে ঘুমায়
মুড়ে দামী কম্বল।
অর্থ বিত্ত বাগিয়ে নিতে
করেন তিনি পণ!
ক্ষ্যাতির মোহে ব্যস্ত হয়ে
দেখেন রাতে স্বপন।
মেডেল পদক হাতিয়ে নিতে
দিগ্বিদিকে ছোটে,
মিথ্যে মোহের চিহ্নগুলোর
মূল্য নেই মোটে।
মনের বাসনা পূর্ণ করতে
দেশ বিদেশে যায়,
মৃত্যুকালে নিঃশ্ব হয়েই
করেন হায় হায়!
ধনের মায়ায় রঙের জীবন
করেছেন সন্ধান,
এক পৃথিবী মানুষগুলোয়
কতো ব্যবধান!