রাঙা প্রজাপতির ডানা
সোনার বাংলা চাই
দেশে আছে শুধু হরতাল
দুর্ণীতি আর দখলদার
বোমাবাজি অবরোধে
দেশটা হচ্ছে ছাড়খার।
কি যে হবে এ দেশের
ভাবছি কি সবাই
ক্ষমতার অন্ধলোভে
করছে মানুষ জবাই।
বলবে কি আর কেউ কখনও
সোনার বাংলাদেশ
সমৃদ্ধি আর অর্জনগুলো
প্রতিহিংসায় শেষ।
মানুষ আজ মানুষ নেই
হয়ে গেছে কসাই
কিছু হলেই খুনাখুনি
রাজনীতির লড়াই।
কবি গুরু রবি বাবুর
সোনার বাংলার কথা
দেশকে ভালবাসার কথা
বিদ্রোহী নজরুলের
সাম্যবাদের কথা
উর্ধ্বগগনের পথচলার কথা।
রফিক আসাদ বরকত জব্বার
দিয়েছিল প্রাণ।
মুখের ভাষা রাখতে মুখে
রাখতে ভাষার মান।
কেন আজ হানাহানি
মানুষের এত হয়রানি
কেনইবা বাতাসে বারুদের গন্ধ
ফিরিয়ে দাও ফুলকলির ছন্দ।
বন্ধ করো অত্যাচার
দুরাচারীর দুরাচার
ঐক্যবদ্ধ হও সকলে
বন্ধ কর অবিচার।
বুঝিনাতো রাজনীতি
কভু বুঝিতে না চাই
বুঝি শুধু সন্ত্রাসমুক্ত
সোনার বাংলা চাই।