রাঙা প্রজাপতির ডানা
স্বপ্ননীল হৃদয়ের আকাশ জুড়ে
হৃদয়ের নীল আকাশ জুড়ে
ভালবাসার স্পন্দনে ছুঁয়ে যায় মন।
সেই মনে ভালবাসার দোলায়
সুখের পাতায় আমার দু’টি চোখে
সারা হৃদয় মিলিয়ে যায়।
হৃদয়ের নীল আকাশ জুড়ে,
আমার দু’হাত বাড়িয়ে দেব ভালবাসার স্পর্শতায়।
এক দিকে তুমি আর আমার দু’ নয়ন,
ভালবাসার নদীতে সাঁতার দেব দু’জন মিলে।
মনের এক জানালায় এঁকেছিলে
তুমিও যে স্বপ্ননীল আকাশ।
সেই স্বপ্ননীলে তোমায় খুঁজি তারায় তারায়
তারার মাঝে তোমারই পরশে
সেই দেখা শেষ না হয় যেন,
নয়ন ভরে দেখি তোমায়
স্বপ্ননীল হৃদয়ের নীল আকাশ জুড়ে।