হাই হাফিজ এর কবিতা || কবিতার নাম বাংলাদেশ

একটি অন্যরকম কবিতা লেখা হবে আজ
যে কবিতার জন্য কাগজ কলম হাতে
অধীর আগ্রহে প্রস্তুত বাংলার স্বনামধন্য কবিরা।
ভোরের লাল সূর্য উঁকি দেয়ার আগেই
একটি ফুটফুটে নিস্পাপ শিশু ভূমিষ্ঠ হবে আজ
যে শিশুর ডান হাতে থাকবে লাল সবুজ পতাকা
কোমল ঠোঁটে দিগ্বিজয়ী জয়োল্লাসের হাসি।
প্রকৃতির সবুজ শ্যামল উর্বর ভূখণ্ডে
একটি নতুন চারাগাছ অঙ্কুরিত হবে আজ
যার ছোট্ট কচি পাতায় দোল খাবে হৈমন্তি বাতাস
পাহাড় সাগর নদী কান পেতে শুনবে
সুমধুর সুরে ভেসে আসা জাগরণী সংগীত।
বাংলার নামকরা কবিরা একসাথে বসেছে আজ
একটি ঐতিহাসিক কবিতা লেখার জন্য
যে কবিতার ভাষা হবে বাংলা
যে কবিতার শব্দ বর্ণ হবে প্রাঞ্জল
যে কবিতার বিষয়বস্তু হবে সাধারণ
তেমন একটি নতুন কবিতাই লেখা হবে আজ
বিখ্যাত কবিদের ক্ষুরধার লিখনিতে।
সুবেহ সাদিকে দোয়েলের শিস দেয়ার আগেই
নিস্তব্ধ অন্ধকারের কঠিন দেয়াল ভেদ করে
সোনালী আলোয় আজ হেসে উঠবে পৃথিবী
রক্তাক্ত নদীর প্রবল স্রোতে ধুয়ে মুছে সাফ হবে
শোষণ জুলুম আর বঞ্চনার সমস্ত ইতিহাস।
সম্পূর্ণ নতুন একটি কবিতা রচিত হবে আজ
যে কবিতা আগে কখনো লেখা হয়নি
যে কবিতা আগে কোন কবি লিখে যায়নি
যে কবিতা আগে কেউ কখনো পাঠ করেনি
তেমন একটি কবিতাই প্রথম লেখা হবে আজ
যে কবিতার নাম ” বাংলাদেশ।