Entertainment

শেফ আফলাতুন নাহার শিলু ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশনের এম্বাসেডর মনোনীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগঠন ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশনের বাংলাদেশ চাপ্টারের এম্বাসেডর মনোনীত হয়েছেন দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী এবং মিডিয়া ব্যক্তিত্ব আফলাতুন নাহার শিলু। সংগঠনের সভাপতি শেফ সিলভেস্টার রোজারিও এক বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের ঘোষণা দেন। উল্লেখ্য বিশ্বের প্রায় ৮০টি দেশের শেফ এবং কালিনারি আর্টিস্ট এই সংগঠনের সাথে যুক্ত আছেন।